৪, ডিসেম্বর, ২০২৪, বুধবার
     

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন সিরাজদিখান উপজেলা আ,লীগের নব-গঠিত কমিটির সদস্যরা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির সদস্যরা । ২২ জুলাই শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে পুস্প স্তবক অর্পণ করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের কমিটির নেতৃবৃন্দ, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি, সাবেক সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

               

সর্বশেষ নিউজ