ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) তিনি ভারতের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। খবর এনডিটিভি।
শপথ নেওয়ার পর দ্রৌপদী মুর্মু বলেছেন, গরিবরাও যে স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণ করতে পারে সেটা প্রমাণ হলো। ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী।
দেশের তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আপনারা নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশের ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি করুন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে আপনাদের আমার পূর্ণ সমর্থন রয়েছে।
উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। তিনি ২০১৫ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়া প্রথম মহিলা ছিলেন। ওড়িশার দুইবার বিজেপি বিধায়ক, নবীন পট্টনায়েক মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন দ্রৌপদী। এছাড়া ওড়িশা সরকারের পরিবহণ, বাণিজ্য, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন বর্তমান প্রেসিডেন্ট। ঊড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।
এর আগে রামনাথ কোবিন্দ, প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাটিল, এপিজে আবদুল কালাম– সবাই প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছিলেন ২৫ জুলাই। প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে ২৫ জুলাই ভারতের প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ শুরু হয়েছে। সেদিন ভারতের ষষ্ঠ প্রেসিডেন্ট নীলম সঞ্জীব রেড্ডি শপথগ্রহণ করেছিলেন।