২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে দেখে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নেই: সানা খান

বলিউডে নিজের ক্যারিয়ারের উর্ধ্বমূখী সময়ে হঠাৎ শোবিজ জগত থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন সানা খান। এর পরপরই বিয়েও করে নেন গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদকে। তার এমন সিদ্ধান্ত নিয়ে তখন বেশ আলোচনার সৃষ্টি হয়। কেনো একজন অভিনেত্রী শোবিজ জগত থেকে সরে দাড়ালেন সেই প্রশ্নেরও উত্তর খুঁজছিলেন ভক্তরা।

এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা খান। সেখানেই কারণ জানিয়েছেন তিনি। ভিডিওতে সানা বলেছেন, ‘নাম-যশ-অর্থ সব ছিল আমার। যা চেয়েছি, সবকিছু করতে পেরেছি। এতকিছু থাকার পরেও সব কিছুতে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলাম। সেটা হলো—শান্তি। কোনোকিছুতেই যেন হৃদয়ে শান্তি মিলছিল না।’

তিনি বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা। এরপর আমি শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। ইসলামের পথে পা বাড়াই। সময়টা ২০১৯ সালের রমজান।’

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। এ ছাড়া বিজ্ঞাপন-রিয়েলিটি শোতে দেখা গেছে তাকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

               

সর্বশেষ নিউজ