মোহাম্মদ মোক্তার হোসেন-
সাধারনত কোন মুসলিম পুরুষ বা মহিলা মারা যাওয়ার পুর্বে তাহার ছেলে বা মেয়ে মারা গেলে উক্ত ছেলে মেয়ের রেখে যাওয়া সন্তানেরা অর্থাৎ নাতি নাতনীরা মুসলিম শরিয়াহ অনুযায়ী কোন সম্পত্তি পাবেনা কিন্তু ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধান মতে তাহারা সম্পত্তি পাবেন।
প্রথমে জেনে নিই উত্তরাধিকার কি ?
কোন মুসলিম পুরুষ বা মহিলা মৃত্যু বরন করার পর তাহার রেখে যাওয়া সম্পত্তি অর্থাৎ তাহার ত্যাজ্য সম্পত্তি ওয়ারিশদের মাঝে প্রাপ্যংশ নিয়ে ভাগ বন্টন করার নীতিকে বলা হয়ে থাকে উত্তরাধিকার।
মুসলিম শরিয়াহ অনুযায়ী নাতি নাতনীরা সম্পত্তি পাবে কিনা ?
পবিত্র কোরান সুন্নাহ এর বিধান অনুযায়ী কোন মুসলিম পুরুষ বা মহিলা মারা যাওয়ার পুর্বে যদি তাহার ছেলে বা মেয়ে মারা যান তবে উক্ত মৃত ছেলে বা মেয়ের সন্তানেরা অর্থাৎ মৃত ব্যক্তির নাতি নাতনীরা কোন সম্পত্তির অধিকারী হইবেনা। কারন মুসলিম পুরুষ বা মহিলা মারা গেলে ২য় পর্যায়ে তাহার ছেলে মেয়েরা উত্তরাধিকারী অর্জন করে থাকেন কিন্তু সেই উত্তরাধিকারী যদি আগেই মারা যান তাহলে তিনি যেহেতু সম্পত্তি পান নাই সেহেতু নাতি নাতনীরা সম্পত্তি পাবেন না।
১৯৬১ সালের রাষ্ট্রীয় আইন অনুযায়ী নাতি নাতনীরা সম্পত্তি পাবে কিনা ?
পবিত্র কোরান সুন্নাহ এর বিধান অনুযায়ী কোন মুসলিম পুরুষ বা মহিলা মারা যাওয়ার পুর্বে যদি তাহার ছেলে বা মেয়ে মারা যান তবে উক্ত মৃত ছেলে বা মেয়ের সন্তানেরা অর্থাৎ মৃত ব্যক্তির নাতি নাতনীরা কোন সম্পত্তির অধিকারী না হইলেও রাষ্ট্রীয় আইনের বিধান অনুযায়ী নাতি নাতনীরা সম্পত্তি পাবেন। কারন তৎকালীন পাকিস্তান সরকার এই উত্তরাধিকার নীতি নিয়ে বিরোধ নিরসনের লক্ষে মাওলানা এহতেশামুল হক এর নেতৃত্বে একটি জুরি বোর্ড গঠন করেছিলেন সেই বোর্ডের সুপারিশক্রমে পাকিস্তান সরকার ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুমোদন করেন যাহা ১৯৬১ সালের ১৫ জুন থেকে কার্যকর হয়ে আমাদের দেশেও বলবৎ রহিয়াছেন এবং সেই আইন এর ৪ ধারায় বলা হয়েছে যে,
উত্তরাধিকার শুরু হওয়ার আগেই যদি মৃত্যু বরন করা পুরুষ বা মহিলার কোন ছেলে সন্তান বা কন্যা সন্তান এর মৃত্যু হইলে যদি উত্তরাধিকার শুরু হওয়ার সময় ঐ ছেলে সন্তান বা কন্যা সন্তান এর সন্তানেরা জীবিত থাকে তা হইলে উক্ত মৃত ছেলে সন্তান বা কন্যা সন্তান উত্তরাধিকার শুরু হওয়ার সময় জীবিত থাকিলে যেই অংশ প্রাপ্য হতেন ঠিক সেই অংশ সমষ্টিগত ভাবে প্রাপ্ত হইবেন।
অতএব বলা যায় পবিত্র কোরান সুন্নাহ এর বিধান অনুযায়ী কোন মুসলিম পুরুষ বা মহিলা মারা যাওয়ার পুর্বে যদি তাহার ছেলে বা মেয়ে মারা যান তবে উক্ত মৃত ছেলে বা মেয়ের সন্তানেরা অর্থাৎ মৃত ব্যক্তির নাতি নাতনীরা কোন সম্পত্তির অধিকারী না হইলেও বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের বিধান অনুযায়ী নাতি নাতনীরা সম্পত্তি পাবেন ইহাতে কোন সন্দেহ নেই।