২৪, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী হামলা

ইউক্রেনের মাইকোলাইভ শহরে রোববার রাতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা।

মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর রোববার মাইকোলাইভে সবচেয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এ ব্যাপারে মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ বলেছেন, ক্লাস্টার বোমা জানালা এবং বারান্দার কাঁচগুলো টুকরো টুকরো করে দিয়েছে। মাইকোলাইভে আজ বড় ধরনের গোলাবর্ষণ হয়েছে। সম্ভবত সবচেয়ে শক্তিশালী হামলা।

মাইকোলাইভে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সিএনএনের একটি দল। তারা জানিয়েছেন, এসব গোলাবর্ষণের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।

গোলাবর্ষণ নিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছে সিএনএন। তাদের বেশিরভাগ জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর রোববার মাইকোলাইভে সবচেয়ে শক্তিশালী ও তীব্র গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

মাইকোলাইভের সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কিম জানিয়েছিলেন, রোববার রুশ সেনাদের চালানো গোলাবর্ষণে অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, এ হামলায় নিহত হয়েছেন মাইকোলাইভের ধনকুবের ওলেক্সি ভাদাতুরেস্কি এবং তার স্ত্রী। ওলেক্সি ভাদাতুরেস্কি শস্য রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার ছিল বিশাল কোম্পানি।

সূত্র: সিএনএন

               

সর্বশেষ নিউজ