২৪, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

‘পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার ইতিবাচক সম্পর্কের যুগ শেষ’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্কের যুগের অবসান হয়ে গেছে।

ইউক্রেন যুদ্ধে কি ফলাফল কি হবে না হবে, সেটি ছাড়াই সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।

অ্যালেক্সি দ্রোবিনিন নামে ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ফলাফল কি হবে সেটি ছাড়াই, আমরা এখন বলতে পারি পশ্চিমাদের সঙ্গে ৩০ বছরের সহযোগিতামূলক সম্পর্ক অপরিবর্তনীয়ভাবে শেষ হয়ে গেছে।

এই কর্মকর্তা আরও বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি অবন্ধু দেশের জোটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে রাশিয়া।

তিনি বলেন, শত্রুদের লক্ষ্য হলো- আমাদের দেশকে কৌশলগতভাবে হারানো এবং এটিকে ভূরাজনৈতিক প্রতিযোগীর আসন থেকে সরিয়ে দেওয়া।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এক জোট হয় পশ্চিমা দেশগুলো। তারা রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে।

যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় তাদের অবন্ধু হিসেবে আখ্যায়িত করে রাশিয়া এবং এসব দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় তারা।

সূত্র: আল জাজিরা

               

সর্বশেষ নিউজ