২৪, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

কেরানির বাড়ি থেকে ৮৫ লাখ ‍রুপি উদ্ধার

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক কেরানির বাড়ি থেকে ৮৫ লাখের বেশি নগদ রুপি উদ্ধার করেছে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিও)। বুধবার (৩ আগস্ট) তল্লাশি অভিযান চালানোর সময় ওই কেরানি বিষাক্ত কিছু পান করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এনডি টিভি।

আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়-পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেআইনি সম্পত্তি মামলার তদন্ত করছিল ইওডব্লিউ। বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার ইওডব্লিউ আধিকারিকরা রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের কেরানি হিরো কেশওয়ানির বাড়িতে অভিযান পরিচালনা করে এই নগদ উদ্ধার করেন। নগদ উদ্ধারের পর পরই অভিযুক্ত কেশওয়ানি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণে ইওডব্লিউ আধিকারিকরা এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, কেশওয়ানি যখন চাকরি পান তখন তাঁর বেতন ছিল চার হাজার টাকা। বর্তমানে তিনি প্রায় ৫০ হাজার টাকা আয় করেন। নগদ এত টাকা তাঁর বাড়িতে কী করে এল এ নিয়েই প্রশ্ন উঠেছে। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলেও ইওডব্লিউ আধিকারিকরা জানিয়েছেন।

               

সর্বশেষ নিউজ