রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সোমবার নতুন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গোয়েন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দোনবাসে নিজেদের রক্ষা করতে এবং চলাচলে বাধা তৈরি করতে নিজেদের প্রতিরক্ষা সীমানায় মাইন পুঁতছেন রুশ সেনারা। যে মাইনগুলো পোঁতা হচ্ছে, সেগুলো বিস্ফোরিত হলে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দোনেৎস্ক এবং ক্রামাতোর্সকে রাশিয়া পিএফএম-১ এবং পিএফএম-১এস মাইন পোঁতার চেষ্টা করছে। এ মাইনগুলো ‘বাটারফ্লাই মাইন’ হিসেবে পরিচিত। পিএফএম-১ মাইনগুলো অনেক বেশি ভয়ানক, সমালোচিত ও বাছবিচারহীন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সোভিয়েত আমলের পিএফএম-১ মাইনগুলো আফগানিস্তানে ব্যবহার করেছিল সোভিয়েত সেনারা। যেগুলো পরে খেলনা মনে করে অনেক শিশু হাতে নিয়ে গুরুতর আহত বা নিহত হয়েছিল।
তারা আরও জানিয়েছেন, রাশিয়ার স্টকে থাকা সোভিয়েত আমলের এ মাইনগুলো হয়তো শেষ হয়ে যাবে; কিন্তু বর্তমানে এগুলো বেশ ভয়ানক যা বেসামরিক মানুষ ও মাইন পরিষ্কার করা বাহিনীর জন্য ঝুঁকি সৃষ্টি করছে।
সূত্র: আলজাজিরা