২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

উত্তর কোরিয়া থেকে ইউক্রেনে ‘বিল্ডার’ আনার চেষ্টায় রাশিয়া

ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা দানিস পুসিলিন মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন থেকে যেসব অঞ্চল কথিত স্বাধীন করেছে, সেসব অঞ্চল পুনর্গঠন করতে উত্তর কোরিয়া থেকে ‘বিল্ডার’ অর্থাৎ নির্মাণশ্রমিক আনার চিন্তাভাবনা করছেন তারা৷

উত্তর কোরিয়ার সঙ্গে এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দানিস পুসিলিন৷

উত্তর কোরিয়ার এসব নির্মাণ শ্রমিকরা রাশিয়ার দখলকৃতস্থানগুলো পুননির্মাণ করে দেবে৷

তাছাড়া বর্তমানে দোনেৎস্কে চলমান যুদ্ধ নিয়েও কথা বলেছেন পুসিলিন৷ তিনি জানিয়েছেন, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী সেনারা বাখমুতের উপকণ্ঠে এবং সোলেদারে এখন যুদ্ধ করছে৷

এদিকে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দোনবাসে উত্তর কোরিয়া থেকে যুদ্ধ করতে সেনা আনার চেষ্টা করছে রাশিয়া৷ তবে এ খবরের কোনো ভিত্তি নেই৷ এর বদলে উত্তর কোরিয়া থেকে মূলত নির্মাণ শ্রমিক আনার চেষ্টা করছে রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীরা৷

সূত্র: দ্য গার্ডিয়ান

               

সর্বশেষ নিউজ