৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র ছিল: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র ছিল। তাকে হত্যা করা হবে তিনি জানতেন, তবে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন, বাঙালিরা তাকে কখনো হত্যা করতে পারে না। তারপরও তার গড়া স্বাধীন দেশে তাকে হত্যা করা হলো। রবিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, তখন বঙ্গবন্ধুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশ্বের মানুষ বাংলাদেশকে না চিনলেও বঙ্গবন্ধুকে চিনতো। বঙ্গবন্ধুর বিপক্ষের বিশ্ব মোড়লরা তাকে থ্রেড হিসেবে মনে করতো।

ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্বংশ করার চিন্তার কারণ হিসেবে মন্ত্রী বলেন, তারা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পেতো। তারা মনে করতো বঙ্গবন্ধুর রক্তের কেউ বেঁচে থাকলে তারা ফের দেশকে বঙ্গবন্ধুর আদর্শে নিয়ে যাবে। দেশে না থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনা এখন বাবার আদর্শকে বহন করে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি তার বাবার মতো যা বলেন তা করেন। তাই তাকেও ২১ বার হত্যার চেষ্টা করেছে ওই স্বাধীনতাবিরোধী চক্র।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচন এলেই কিছু লোকজন আসে, তাদের জোট হয়, আবার জটও হয়। তারপর আবার তারা নির্বাচনে যায় না। নানা কিছু হয়। এরকম খেলা আমরা বহু বছর ধরে দেখছি, এটা নতুন কিছু না। আজকেও যারা আছেন, নানা রকম জায়গা থেকে এসে, নানা রকম লোক জড়ো হয়েছেন। জনগণ তাদের চেনেন।

               

সর্বশেষ নিউজ