২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

‘এ বছর যুদ্ধে কেউ জয় পাবে না’

রাশিয়া বা ইউক্রেন দুই দেশের কেউই এ বছর যুদ্ধে জয় বা কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে না, যুক্তরাজ্যের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল জিম হকেনহাল বুধবার গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন।

তবে জেনারেল জিম হকেনহাল বলেছেন, যুদ্ধক্ষেত্রে অত্যাধিক ক্ষয়ক্ষতির স্বীকার হওয়ার পর নতুন করে সেনা পুনর্গঠন করার জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনারা দক্ষিণের অঞ্চলগুলোতে হামলা চালানোর পর চাপের মুখ পরেছে রুশ সেনারা। ফলে দোনবাস থেকে অসংখ্য সেনাদের দক্ষিণ ও খেরসনের দিকে নিয়ে আসতে হবে।

তবে তিনি জানিয়েছেন, দক্ষিণ দিকের অবস্থান আগামী কয়েক মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এটি আশা করাটাই অবাস্তব।

বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয় যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার কাঙ্খিত লক্ষ্য অর্জন না করতে পারেন তাহলে কি তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন?

এমন প্রশ্নে এই ব্রিটিশ জেনারেল বলেন, বিষয়টি খুব খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আমার বিশ্বাস সহসাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না, তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ