২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

আমি মানুষ, আমারও আনন্দের আকাঙ্খা জাগে: ভিডিও ফাঁসের পর ফিনিশ প্রধানমন্ত্রী

সরকারি বাসভবনে বন্ধুদের নিয়ে পার্টির ভিডিও ফাঁসের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনকে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন। এই ঘটনায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন সানা মারিন। অবশেষে তিনি ড্রাগ টেস্ট করান এবং তার ফলাফল নেগেটিভ এসেছে।

এ ঘটনার পরপরই নিজের ব্যক্তিগত জীবনের অধিকার নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী। বুধবার মারিন বলেছেন, ‘আমি মানুষ। এবং আমিও মাঝে মাঝে এই অন্ধকার মেঘের মধ্যে আনন্দ, আলো এবং মজা করার আকাঙ্খা জাগে।’

হেলসিঙ্কির উত্তরে লাহতি শহরে সারিন তার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কান্না আটকে রাখার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘এটা ব্যক্তিগত, এটা আনন্দ এবং এটা জীবন। কিন্তু আমি কাজের একটি দিনও নষ্ট করিনি।’ মেরিন বলেছেন, গত সপ্তাহটি ‘বেশ কঠিন’ ছিল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই যে আমাদের অবসর সময়ে আমরা যা করি তার চেয়ে আমরা কর্মক্ষেত্রে কী করি মানুষ তা দেখবে।’

               

সর্বশেষ নিউজ