২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

আগামীকাল ‘ঘণ্টা’ বাজাবেন শামীম ওসমান

রাজনীতির ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিতি আছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের। আলোচনা-সমালোচনা ছাপিয়ে তাঁর মুখনিঃসৃত যেকোনো শব্দ, বাক্য মুহুর্তেই ছড়িয়ে পড়ে দিগ্বিদিক। ‘খেলা হবে’ বাক্যটি তো তাকে রীতিমতো দেশের গণ্ডি পেরিয়ে ভিনদেশেও ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সেই শামীম ওসমান এবার ‘ঘণ্টা’ বাজানোর অপেক্ষায়৷ রাত পোহালেই নারায়ণগঞ্জ থেকে ‘ঘণ্টা’ বাজাবেন তিনি। এ নিয়ে খোদ আওয়ামী লীগের অভ্যন্তরে তো বটেই, অন্যান্য রাজনৈতিক মহল, সুধী সমাজেও রয়েছে নানা কৌতুহল, প্রশ্ন।

শামীম ওসমান অবশ্য একে ‘রুটিন ওয়ার্ক’ হিসেবেই আখ্যা দিচ্ছেন৷ গণমাধ্যমের সাথে আলাপকালে ‘ঘণ্টা’ বাজানোর অপরিহার্যতাও বাতলে দিয়েছেন নিজের মতো করেই৷ আজ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের রাজপথ বিগত চার-পাঁচ মাস ধরে বিএনপির দখলেই বলা চলে। এসময় তারা জাতির পিতার কন্যার বিরুদ্ধে অশ্লীল বাক্য উচ্চারণ করার ধৃষ্টতা দেখিয়েছে। সেই সময়টাতে আমি পবিত্র হজ্বে ছিলাম। শারীরিক অসুস্থতা সত্ত্বেও দেশে ফেরার পরে কর্মীরা আমাকে বিষয়টি জানায়। কর্মীরা মূলত জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা ও নৌকার প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ।’

তিনি আরো বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। কর্মী ও জনসাধারণের সেন্টিমেন্ট (অনুভূতি) বুঝেই আগামীকাল জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমাদের স্লোগান হবে ‘জেগেছে নারায়ণগঞ্জ, জেগে ওঠো বাংলাদেশ।’ আমি বিশ্বাস করি, জনগণের শক্তির চেয়ে বড় শক্তি আর নাই। গোটা বিশ্ব একটি অর্থনৈতিক দুরবস্থা পার করছে। এর মধ্যে দেশের একটি শ্রেণি গভীর ষড়যন্ত্রে লিপ্ত৷ ওরা মূলত বাংলাদেশকেই মেনে নিতে পারছে না৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এক বক্তব্যে বলেছেন, চতুর্দিকে গভীর ষড়যন্ত্র চলছে। তাই কাউকে না কাউকে তো ওয়াক আপ কল দিতেই হবে। নারায়ণগঞ্জ থেকেই সেই কল দিবো আমরা৷’

প্রসঙ্গত, আগামীকাল ২৭ আগস্ট বিকেলে নগরীর ২নং রেলগেইটে ওই জনসমাবেশ হওয়ার কথা রয়েছে।৷ ইতোমধ্যে শামীম ওসমানের অনুগত নেতাকর্মীরা জনসমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছেন। এবারের শোক দিবসের কর্মসূচিগুলোতেও তাকে পাড়ায়-মহল্লায় হাজির হতে দেখা গেছে কর্মীদের মাঝে, যা বিগত কয়েক বছর চোখে পড়েনি বললেই চলে। বোদ্ধা মহলের ধারণা, শামীম ওসমান জনসমাগমের আড়ালে নিজের শক্তিমত্তারও জানান দিতে চাচ্ছেন। সেইসাথে নির্বাচনী ওয়ার্মআপেরও বিষয়টিও জড়িত রয়েছে। এখন সমাবেশের মঞ্চ থেকে শামীম ওসমান কী বার্তা দেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটিই এখন দেখার বিষয়।

               

সর্বশেষ নিউজ