২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে গেছে। রবিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার পরে সদর উপজেলার ছোটহরণ এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা ও চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেলসেতুর কাছে আপলাইনের রেললাইন বেঁকে যায়। স্থানীয় শিপন নামে এক কিশোর প্রথম বেঁকে যাওয়া রেললাইন দেখতে পায়। পরে সে লাল কাপড় দেখিয়ে আপলাইনে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করে। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনে পানি ঢেলে ঠাণ্ডা করে রেললাইন মেরামতের কাজ শুরু করে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান বিষয়টি নিশ্চিত করেন।

সাকির জাহান জানান, অতিরিক্ত গরমে রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। এ সময় ওই লাইনে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে আমরা ডাউন লাইনে চট্টলা ট্রেনটি পার করে দিয়েছি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

               

সর্বশেষ নিউজ