২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

বিএনপি’র সেন্টুকে চেয়ারম্যান করেছেন, আপনার লজ্জা নেই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জে বিএনপি- জামায়াতকে সবচেয়ে বেশি পেট্রোনাইজড করেছেন শামীম ওসমান৷ আপনি টাকার বিনিময়ে চেয়ারম্যান বানান৷ ফতুল্লার কুতুবপুর থানা বিএনপির নেতা সেন্টুকে চেয়ারম্যান করেছেন। সেন্টু কি কোনোদিন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছে?সেদিনের জনসভায় তো সেন্টু এলো না, জয় বাংলা স্লোগান দিল না। আপনি হেফাজতের ফেরদৌসকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করছেন।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত নাসিক মেয়র মেয়র আইভী আরো বলেন,’ আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আপনাকে নিয়ে ভাবার সময় আমাদের নেই। অনেক বেশি হুঙ্কার দিয়ে ফেলেছেন, কিন্তু এসব হুঙ্কারে মানুষ আর ভয় পায় না৷ এসব ছেড়ে দিন, নয়তো ভবিষ্যত ভালো হবে না, আপনার অবস্থানই থাকবে না। দলের দুঃসময়ে কারা পালিয়ে গিয়েছিলো আর দল ক্ষমতায় এলে দেশে-বিদেশে কাদের সম্পদের পাহাড় জমে তাও মানুষ জানে।

আইভী আরো বলেন, বর্তমান সরকার প্রচুর উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করেছে। এই বার্তা জনগণের দ্বারে পৌঁছে দিতে হবে৷ সামনেই নির্বাচন। ২০০৮ সাল অবধি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। পার্টির সভাপতি আনোয়ার সাহেবের পছন্দেই তাকে সেক্রেটারি করা হয়েছিলো, কিন্তু ২০০৯ সাল থেকে কোনো এক যাদুবলে খোকন সাহা বিভেদ জিইয়ে রেখেছেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।

               

সর্বশেষ নিউজ