পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা ৮ কোটি ১০ লাখ হবে।
বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা জানান।
এম এ মান্নান বলেন, একটি বিষয় বিশেষ লক্ষণীয় যে, বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে এ হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২ দশমিক ০১ শতাংশ, ২০০১ সালে ১ দশমিক ৫৮ শতাংশ, ২০১১ সালে ১ দশমিক ৪৬ শতাংশ ও সর্বশেষ ২০২২ সালে এটি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ শতাংশে।
তিনি বলেন, আমরা দেখতে পাই বিগত ৪৮ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির হার উল্লেখযোগ্যা পরিমাণে ও ক্রমান্বয়ে কমেছে। বিশ্ব বিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এই শতকের মাঝামাঝি পর্যন্ত বেড়ে পরে আবার কমতে শুরু করবে এবং ২১ শতকের শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে ৮ কোটি ১০ লাখে। অর্থাৎ বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক।