১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় চীনের ২০ হাজার সেনা

চীনসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

রাশিয়ার ফার ইস্ট অঞ্চল ও জাপান সাগরে ‘ভোস্টক-২০২২’ নামে চলমান এই মহড়ায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে প্রতিষ্ঠিত কয়েকটি দেশ ছাড়াও ভারত, সিরিয়া, লাউস, মঙ্গোলিয়া ও নিকারাগুয়া অংশ নিচ্ছে।

এতে রাশিয়ার মিত্রদেশ চীনের নৌ, বিমান ও সেনাবাহিনীর ২০ হাজার সদস্য অংশ নিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।

এ মহড়ায় ১৪০টির বেশি বিমান ও ৬০টি যুদ্ধ জাহাজসহ ৫ হাজার সামরিক সরঞ্জাম এবং ৫০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টার মধ্যেই এই মহড়া শুরু হলো। এছাড়া তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে চীনেরও মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী, বিমান ও নৌ বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। উভয় দেশের মধ্যে সামরিক সমন্বয় জোরদার করাই এই মহড়ার লক্ষ্য।

চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হুমকি বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন হুমকি মোকাবেলা করতেই এ ধরণের আয়োজন করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত ছোট পরিসরে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার জন্য সেনাবাহিনীর ছোট একটি দল পাঠিয়েছে দিল্লি। এর মধ্যে গুর্খা সৈন্য এবং নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা রয়েছেন।

               

সর্বশেষ নিউজ