২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল : শিক্ষামন্ত্রী

আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমরা খুব আশাবাদী। আমাদের ছেলেমেয়েরা এখনই শুধু দেশের নয়, বৈশ্বিক সমস্যা নিয়েও ভাবছে। সঙ্গে সমাধানের উপায় খুঁজে বের করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন বিজ্ঞান-প্রযুক্তির যুগে আছি। এই বিজ্ঞান-প্রযুক্তির যুগে নিজেদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। নিজেদেরকে প্রযুক্তি উদ্ঘাটনে দক্ষ, প্রযুক্তি ব্যবহারে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞান আর প্রযুক্তির কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আমার খুব ভালো লেগেছে তোমাদের প্রজেক্টগুলো দেখে। অনেকগুলো প্রোজেক্ট ছিলো যেমন- সোলার এনার্জি, হাইড্রো পাওয়ার ইত্যাদি। এই যে চিন্তাগুলো আমাদের ছেলেমেয়েরা করছে তাতে এটাই প্রমাণ করে যে, আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমরা খুব আশাবাদী। আমাদের ছেলেমেয়েরা এখনই শুধু দেশের নয়, বৈশ্বিক সমস্যা নিয়েও ভাবছে। সঙ্গে সমাধানের উপায় খুঁজে বের করছে।

               

সর্বশেষ নিউজ