২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

রাশিয়ার হুমকি-ধামকি, তবুও সেই সিদ্ধান্ত নিল জি-৭ জোট

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ শুক্রবার হুমকি দেন যদি রাশিয়ার জ্বালানি তেলের কোনো মূল্য নির্ধারণ করে দেওয়া হয় এবং এর সঙ্গে যেসব দেশ থাকবে তাদের কাছে তেল পাঠানো বন্ধ করে দেবে রাশিয়া।

বিশ্বের বৃহত্তম সাত শক্তিশালী অর্থনীতি দেশের জোট জি-৭ এমন সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছে সেটি জানার পর এ হুমকি দিয়েছিল রাশিয়া।

তবে হুমকি-ধামকি সত্ত্বেও রাশিয়ার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার বিষয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছে জি-৭ জোট।

শুক্রবার ভার্চুয়ালি জোটের অর্থমন্ত্রীরা বৈঠকে বসেন। এরপর একটি বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় জি-৭ জোট।

এ ব্যাপারে বিবৃতিতে তারা বলেছে, আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বব্যাপী রাশিয়ার জ্বালানি পরিবহণে যেসব সামুদ্রিক পরিবহণ রয়েছে তাদের ওপর বিধি-নিষেধ আরোপ করা হবে।

এটি কার্যকর করতে জোটের অর্থমন্ত্রীরা জরুরিভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার জ্বালানির একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হবে। এই মূল্য বা এর থেকে কম মূল্যে যেসব জ্বালানি কেনা হবে শুধুমাত্র সেগুলো সামুদ্রিক পরিবহণ ব্যবহার করে বিশ্বব্যাপী যেতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। বাকিগুলো আটকে দেওয়া হবে।

যুদ্ধে যেন রাশিয়া অর্থ খরচ করতে না পারে, রাশিয়া যেন জ্বালানি বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে বেশি অর্থ আয় না করতে পারে এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো যেন জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে ভোগান্তিতে না পরে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে জি-৭ জোট।

গ্রুপ অব সেভেন বা জি-৭ জোটটি গঠিত যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে।

সূত্র: দ্য গার্ডিয়ান

               

সর্বশেষ নিউজ