১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

বিএনপির দাবি ‘মামা বাড়ির আবদার’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন আলাপ আলোচনার সুযোগ নাই। বিএনপির মহাসচিব আবারও সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্ততরের কথা বলেছেন। বার বার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন ফকরুল সাহেব। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।’

বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার কেন পদত্যাগ করবে? জনগণ আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। মেয়াদ শেষে যথাসময়ে সংবিধানসম্মত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও সুযোগ নেই। কাজেই পরিবর্তন চাইলে নির্বাচনে আসেন। নির্বাচনের মাধ্যমে হবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না।’

বিবৃতিতে কাদের মির্জা ফকরুলের ঘৃণ্য মিথ্যাচার, রাষ্ট্রদ্রোহিতা ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি ফখরুল সাহেব করেছেন সেটাতো মীমাংসিত একটি বিষয়। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। মীমাংসিত একটি বিষয় নিয়ে নতুন করে আলাপ-আলোচনার কোনও প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘মির্জা ফকরুল ইসলাম জাতীয় সংসদকে গৃহপালিত বলেছে, তার এ ধরণের বক্তব্য অনভিপ্রেত এবং জাতীয় সংসদের জন্য অবমানকর। বিএনপি মহাসচিবকে বলতে চাই, আপনি যে সংসদকে গৃহপালিত বলছেন সেই সংসদে তো বিএনপির জনপ্রতিনিধিরাও রয়েছেন। তবে কি তারা গৃহপালিত? প্রকৃতপক্ষে, এ ধরনের অবান্তর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে।’

               

সর্বশেষ নিউজ