সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম সিরাজদিখান থানা পরিদর্শন করেন।
গত সোমবার ১২ সেপ্টেম্বর রাত ৮টায় থানার ফসলি জমি, রান্নাঘর, বিভিন্ন মামলার আলামত, ডিউটি অফিসার কক্ষ, পুরুষ ও মহিলা হাজতখানা, নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অফিসার ও ফোর্সের ব্যারাক, অফিসারদের অফিস কক্ষ, জুনিয়র সেরেস্তার কক্ষ ও অন্যান্য স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
এ-সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক,পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন,শেখর নগর তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাসির উদ্দীন শেখ সহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।