১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

খাগড়াছড়ি পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:মুজিব বর্ষে বাংলাদেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করার লক্ষ্যে জেলা পুলিশ খাগড়াছড়ির উদ্যােগে পুলিশ লাইন পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১২সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে এম এইচ এরশাদ, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন, জেলার ৯টি থানার আমাদের যতগুলো পুকুর ও উন্মুক্ত জলাশয় আছে সেখানে আমরা মাছ চাষ করে থাকি। এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে। খালি জলাশয়ে মাছ চাষ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষে জেলা পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

               

সর্বশেষ নিউজ