২২, নভেম্বর, ২০২৪, শুক্রবার
     

রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

কাজী ওহিদ- বাংলাদেশ আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রানি এলিজাবেথের মৃত্যুতে অনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা জানিয়েছেন। ১৩ সেপ্টেম্বর তারা শোক জানাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে প্রয়াত রানীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল মুহাম্মদ ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। হাই কমিশনার রবার্ট ডিকসন আওয়ামী লীগের প্রতিনিধি দলকে হাই কমিশনে স্বাগত জানান এবং রানি এলিজাবেথের মৃত্যুতে হাই কমিশনে এসে শোক জানানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানান। স্বশরীরে হাই কমিশনে এসে শোক জানানো এবং সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করার জন্য হাই কমিশনার বিশেষ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দল রানি এলিজাবেথকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাই কমিশনারকে অবহিত করেন। প্রতিনিধি দলের নেতা প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি গণমাধ্যমকে জানান, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি সারা বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে তিনি দুইবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাঁকে ভালোবাসেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্ব চির অটুট থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

               

সর্বশেষ নিউজ