২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

রাশিয়ার কাছ থেকে আরো ভূমি কেড়ে নিয়েছে ইউক্রেন

রুশ বাহিনীর বিরুদ্ধে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে ইউক্রেন সৈন্যদের। তারা মস্কোর সামরিক মর্যাদা গুঁড়িয়ে দিয়ে আরো গভীরে প্রবেশ করছে এবং তাদের কাছ থেকে আরো ভূমি কেড়ে নিচ্ছে।

ইউক্রেনের সৈন্যরা মঙ্গলবার ভবচানস্ক শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এটি রাশিয়া থেকে মাত্র দুই মাইল দূরে। রুশ বাহিনী যুদ্ধের প্রথম দিনে শহরটি দখল করেছিল।

রুশ সৈন্যরা দক্ষিণাঞ্চলীয় মেলিটোপোল নগরী থেকেও সরে গেছে। রুশ বাহিনী মস্কোর দখল করা ক্রিমিয়ার দিকে চলে যাচ্ছে বলে নগরীটির মেয়র জানিয়েছেন।

উত্তর-পূর্বাঞ্চলীয় ইউক্রেন থেকে শনিবার মস্কোর প্রত্যাহার শুরু হয়। ইউক্রেন যুদ্ধে এটি রাশিয়ার সবচেয়ে করুণ পরাজয় বলে বিবেচনা করা হচ্ছে। ইউক্রেন দাবি করেছে, তাদের পাল্টা হামলার মুখে রুশ বাহিনী সরে যেতে বাধ্য হচ্ছে।

তবে ছয় মাসের যুদ্ধে এটি টার্নিং পয়েন্ট কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনই কথাটি বলা যায় না।

তিনি বলেন, ইউক্রেন বাহিনী যে বেশ অগ্রগতি হাসিল করেছে, তা সত্য। তবে জয়লাভে আরো অনেক সময় লাগবে।

যুদ্ধের পর থেকে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা আগামী দিনগুলোতে আরো সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : আলজাজিরা

               

সর্বশেষ নিউজ