মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার(১৪ সেপ্টেম্বর) থেকে, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, সানোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-মোছাঃ রুকাইয়া জান্নাত,সহকারী পরিচালক, আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,মানিকগঞ্জ। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসন সানোয়ারুল হক বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড,শিক্ষার কোন বিকল্প নেই। এই বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আরও দক্ষ মেধাবী হিসাবে নিজেকে গড়ে তুলবেন যা সমাজ গঠনে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন-আমি জানি আপনারা সবাই দক্ষ,দক্ষতার পরিচয় দিয়েই এখানে এসেছেন। বুনিয়াদী প্রশিক্ষণ আপনাদের আরও দক্ষ করবে যা আপনারা ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞান অর্জনে ভূমিকা পালন করবেন। পরিশেষে প্রশিক্ষণার্থীর প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।