১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ ঃ ১৪ সেপ্টেম্বর মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহীউদ্দীন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী আসনে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৯ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহীউদ্দীন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুব লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের একটি কনভেশন সেন্টারে জেলা আওয়ামীলীগ আয়োজিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় যোগদেন দুটি পৌর সভার মেয়র, কাউন্সিলর, ৭টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৬৫টি ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ২৭জন এবং সংরক্ষিত পদে ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এদের মধ্যে বুধবার পর্যন্ত জেলা পরিষদের নির্বাচনের জন্য চেয়ারম্যান পদের অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ছাড়া এখন পর্যন্ত অন্যকেউ এই পদে মনোনয়ন পত্র জমা দেয়নি। তবে উপজেলার সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত সদস্য পদের ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৮৯জন।

               

সর্বশেষ নিউজ