২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

মানিকছড়িতে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়ন পরিষদের আওতায় ০২নং ওয়ার্ডের গচ্ছাবিলস্থ এলাকায় আসামীর বাড়ির সামনে থেকে ওয়ারেন্টভূক্ত আব্দুল গফুর (২৬)কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (১৪সেপ্টেম্বর ২০২২ইং) সকাল সাড়ে নয়টার দিকে মানিকছড়ি থানার উপ-পরির্দশক (এসআই)মো:আওলাদ হোসেন, উপ-পরির্দশক (এসআই) মো: আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ডের গচ্ছাবিলস্থ আসামীর বাড়ির সামনে থেকে সিআর এনএস(টি)-১২/২০,এনএস(পি)-২২/১৯ এর আসামী আব্দুল গফুর (২৬) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত আসামী আব্দুল গফুর (২৬) মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড গচ্ছাবিল এলাকার মো:আমিন উদ্দিন এর ছেলে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:শাহনুর আলম জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটককৃত আসামীকে থানা হাজতে রাখা হয়েছে।

               

সর্বশেষ নিউজ