১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২২-২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় ৪২৩.০৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

বুধবার (১৪-সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আংগুরী বেগম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, খামার ব্যবস্থাপক মাোঃ মাহবুবার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, এবছর উপজেলার অভ্যন্তরীন জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি সহ ১৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

               

সর্বশেষ নিউজ