সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে আলমারি থেকে এক শিশু কন্যার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সারোয়ার ভূঁইয়ার শিশু কন্যা বাড়ি থেকে নিখোঁজ হলে অনেক খুঁজাখুঁজি করেও তাকে কোথায় পাওয়া যায়নি।পরে সন্ধ্যায় যোশর বাজারের পাশের একটি বাড়ির আলমারি থেকে মেয়েটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে শিশুর কাছ থেকে স্বর্ণের গহনা নিতে শিশুটিকে হত্যা করা হয়েছে। এলাকাবাসী সন্দেহকারী এক মহিলাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।