৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন মহিউদ্দিন

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। আসন্ন মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন তিনি। বুধবার দুপুরে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর হাতে তার মনোনয়ন পত্র জমা দেন ।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান শেখ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছ উজ্জামান, সহ সভাপতি মো নুরুল আমিন লেলিন, পৌর মেয়র হাজী মো ফয়সাল বিপ্লব, তাহমিনা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক এড: সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফছার উদ্দিন ভূইয়া, জেলা আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড: শাহীন মোহাম্মদ আমান উল্লাহসহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

               

সর্বশেষ নিউজ