২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে সরকারি কোয়াটারে উপ-সহকারি কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৩ টার দিকে সিরাজদিখান বাজার সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি কোয়াটারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। সে ঢাকার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে।

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা সরকারি কোয়াটারের একটি কক্ষের জানালা দিয়ে লাশ ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত অবস্থায় উপ-সহকারি কৃষি কর্মকর্তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে যে কোনো সময় গলায় গামছা পেচিয়ে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ছেলেটি নিয়মিত অফিস করতো। খুবই ভালো ছেলে ছিলো। পারিবারিক কিছু সমস্যা ছিলো। সে কারনে আত্মহত্যা করতে পারে।

               

সর্বশেষ নিউজ