২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রভাতী কিন্ডার গর্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মালখানগর হাই স্কুল মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
পরে দুপুর ২টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ক,খ,গ, এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন খেলায় ২৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রভাতী কিন্ডার গর্টেন স্কুলের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মনজুরুল আলম।

আরো উপস্থিত ছিলেন প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ বাসন্তী রাণী চক্রবর্তী, ব্যাংক এশিয়ার ম্যানেজার কাজী মামুন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর সভাপতি আসরাফুজ্জামান সোহেল, প্রাভাষক বাহাউদ্দীন বাহার, অ্যাডভোকেট শহিদ, রাজু আহমেদ, মো. আজিজুর রহমান, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু প্রমুখ।

               

সর্বশেষ নিউজ