১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

তুরস্কে ২৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার

সিরিয়া-তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এবার ২৪৮ ঘণ্টার পর ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থা এক কিশোরিকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের খারামানমাসার জেলার খায়াবসির আটাবে ভবন থেকে ওই কিশোরিকে উদ্ধার করা হয়। ওই কিশোরির নাম আলিনা ওলমিস। বয়স ১৭ বছর। ২৪৮ ঘণ্টার পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরে বিস্ময় প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা।

১৭ বছর বয়সী ওই কিশোরিকে যে ভবন থেকে উদ্ধার করা হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আরও কেউ বেঁচে আছে কিনা সেজন্য দ্রুতগিতে ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলা হচ্ছে। ওই কিশোরিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা কিশোরির সঙ্গে কথা বলেছেন। কিশোরির অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন তারা।

এদিকে ধ্বংসস্তূপ থেকে একের পর এক জীবিদদের উদ্ধার করতে পেরে আনন্দ প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। এমন অবস্থায় তারা উদ্ধার অভিযানে গতি বাড়িয়েছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

               

সর্বশেষ নিউজ