৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

যাই প্রয়োজন, আমাদের জানাবেন: তুরস্ককে বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ককে সাধ্যমতো যে কোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলুর সঙ্গে বুধবার ফোনালাপে এ আশ্বাস দেন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘তুরস্কের মন্ত্রীর সঙ্গে আলাপকালে সহযোগিতার আশ্বাস দিয়ে মোমেন বলেছেন- আপনি যদি প্রয়োজন মনে করেন, আমরা নির্মাণ শ্রমিক পাঠাতে পারি। আর আপনার যাই প্রয়োজন- আমাদের জানাবেন এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।’

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্কে অন্তত ৩৮ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। এখনো বহু মানুষ নিখোঁজ আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ব্যাপকতায় আমরা ভীষণ মর্মাহত। আমরা আন্তরিকতার সঙ্গে শোক প্রকাশ করছি এবং আপনি আমাদের আপনার ভাই হিসেবে পাশে পাবেন, আমরা সাধ্যমতো সহযোগিতা করব।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোন করার জন্য এবং বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুরস্কে ৬০ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসক দল এবং তাঁবু পাঠানোর জন্যও ধন্যবাদ দিয়েছেন তিনি। এ সময় সাবুসোলুকে মোমেন জানিয়েছেন, আগের দুই হাজার তাঁবুর ধারাবাহিকতায় তুরস্কের জনগণের জন্য আরও ১০ হাজার তাঁবু পাঠাবে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের পর তুরস্কের বর্তমান অবস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরে সাবুসোলু বলেছেন- ‘আপনি টেলিভিশনে যা দেখেছেন তা ভয়াবহ। কিছু প্রদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৬ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে এবং হাজার হাজার পরাঘাত ছিল, যার বেশিরভাগ ছিল ৬ দশমিক ৫ মাত্রার।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকার কথা তুলে ধরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ‘স্বাভাবিক জীবনে ফেরানো আর সাময়িক আশ্রয় দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্নির্মাণ পরিকল্পনাও করছি আমরা।’ ভূমিকম্পে বাংলাদেশি নাগরিকদের আহত হওয়ার ঘটনাতেও দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

               

সর্বশেষ নিউজ