২৪, নভেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

‘স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে গরু, ছাগল, গাড়ল, ডরপার, দুম্বা, ভেড়া, কবুতর, পাখি, হাঁস, মুরগী ৪০ টি স্টলে প্রদর্শন করা হয়েছে।

উপজলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ ও প্রাণি বিজ্ঞানী ডা. সালমা সুলতানা। জেলা থেরিওজেনোলিস্ট ডা. মো. কামরুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা।

এ সময় সফল খামারিদের মধ্যে বক্তব্য রাখেন এম এইচ এগ্রো লিঃ এর চেয়ারম্যান মো.মোক্তার হোসেন, সফল খামারী আয়শা আক্তার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, প্রমুখ।

পরে ৪ টি কেটাগরীতে খামারিদের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।

               

সর্বশেষ নিউজ