সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
‘স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে গরু, ছাগল, গাড়ল, ডরপার, দুম্মা, ভেড়া, কবুতর, পাখি, হাঁস, মুরগী ৪০ টি স্টলে প্রদর্শন করা হয়েছে।
সিলেকশন কমিটির সভাপতি সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর ,সদস্য সচিব ডাঃ শবনম সুলতানা সহ প্রাণি বিজ্ঞানী ডা. সালমা সুলতানা, জেলা থেরিওজেনোলিস্ট ডা. মো. কামরুল হাসান ।
এ অনুষ্ঠানে ৪ টি ক্যাটাগরীতে খামারিদের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। প্রণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৩ এ অংশ গ্রহণ করে ছোট প্রাণি ক্যাটাগরীতে দুম্বা,গোড়ল, ডরপার প্রদর্শন করে ১ম স্থান অর্জন করে এম এইচ এগ্রো লিঃ ।
এছাড়াও উক্ত প্রকল্পের প্রাণী সম্পদ প্রযুক্তিতে অংশগ্রহণ করে ক্যালসিয়াম, লিভারটনিক, মিনারেল মিশ্রন, রুচিবর্ধক পাউডার, ইস্ট ফার্মেন্টেশন কর্ন, ইউএমএস, ভুট্টার সাইলেজ ও জাম্বু ঘাসের সাইলেজ তৈরী করে ১ম স্থান অর্জন করে এম এইচ এগ্রো লিঃ ।
পরে এম এইচ এগ্রো লিঃএর চেয়ারম্যান মোহাম্মদ মোক্তার হোসেনের নিকট পুরস্কার ও সার্টিফিকেট তোলে দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা ।
এম এইচ এগ্রো লিঃএর চেয়ারম্যান মোহাম্মদ মোক্তার হোসেন প্রতিক্রিয়ায় জানান, জীবনে কোন পাওয়া এবং অংশগ্রহণকেই আমি ছোট করে দেখিনা । তবে কোন কাজের স্বীকৃতি পেলে কাজে উৎসাহ বাড়ে । প্রাণি সম্পদ কর্মকর্তা সহ তার টীম থেকে যথেষ্ঠ সহযোগীতা পেয়েছি । তাদের অনুরোধ করব যাতে এ ধারা অব্যাহত থাকে ।