সিরাজদিখান প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পাড়ের মাটি অবৈধভাবে কাটার দায়ে তিন ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা অভিযান চালিয়ে এ সাজা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, রাজানগর ইউনিয়নের সৈয়দপুর মৌজার ধলেশ্বরী নদীর পাড়ের মাটি অবৈধভাবে কাটার দায়ে আজ (বৃহস্পতিবার) অভিযান চালানো হয়। এসময় সিরাজদিখান থানার পুলিশের সহায়তায় মো. জাহাঙ্গীর আলম, মো.ওমর, আবু সাঈদ নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।