২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

সিরাজদীখানের কোলা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের ৮৮ লক্ষ ২৯ হাজার ২৩৫ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান এএইচ এম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শীরফুল আলম তানভীর। কোলা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, জীবসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, কোলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মী পারভিন বেগম, কোলা ইউনিয়ন পরিষদের হিসাব রহ্মক জান্নাতুল ফেরদৌস, ১নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, ২নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম, ৩নম্বর ওয়ার্ড সদস্য রুমান শেখ,৪ নম্বর ওয়ার্ড সদস্য মো.আলমগীর মোল্লাসহ সকল ইউপি সদস্য,স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম বলেন, ইউনিয়নের সর্বস্তরের জণসাধারণকে সাথে নিয়ে কোলা ইউনিয়নকে একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগীতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

               

সর্বশেষ নিউজ