১, নভেম্বর, ২০২৪, শুক্রবার
     

সিরাজদিখানের বালুচর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার ২৯মে দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আওলাদ হোসেন, বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়নের সকল ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান হাজী আওলাদ হোসেনের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে ১ কোটি ৭৪ লক্ষ ৮৯ হাজার ৮ শত ৩২ টাকা সম্ভাব্য আয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

               

সর্বশেষ নিউজ