১৩, নভেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজ‌দিখা‌নে গোলাম সা‌রোয়ার কবী‌রের ঈদ পরবর্তী গণসং‌যোগ

সিরাজ‌দিখান(মুন্সীগঞ্জ)প্রতি‌নি‌ধি: মুন্সীগ‌ঞ্জের সিরাজ‌দিখা‌নে ঈদ পরবর্তী গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরন ক‌রেন ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের সাংগঠ‌নিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ।

শুক্রবার দুপুর ২টা থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত উপ‌জেলার রাজানগ‌র ইউনিয়‌নে‌র বাঐ‌খোলা গ্রা‌মে । এছাড়াও শেখরনগর ও চিত্রকে‌াট ইউ‌নিয়‌নের খারশুর, ম‌রিচা, গোয়ালখালীসহ বি‌ভিন্নস্থা‌নে গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরন ক‌রেন ।
গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরন কা‌লে সরকা‌রের উন্নয়‌নের বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন । তি‌নি আগামী জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আস‌নে নৌকার ম‌নোনয়ন প্রত‌্যাশী ব‌লে জানান এবং দোয়া প্রার্থনা ক‌রেন ।

এ সময় সা‌থে ছি‌লেন চিত্রকোট ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ও ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি শামসুল হুদা বাবুল, সাধারণ সম্পাদক ইঞ্জি‌নিয়ার ইয়াকুব খান, সি‌নিয়র সহসভাপ‌তি বিনয় কুমার মন্ডল,আওয়ামীলীগ নেতা শহীদুল খান, ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক এসএম জু‌য়েলসহ সহ‌যোগী সংগঠ‌ণের নেতৃবৃন্দ ।

               

সর্বশেষ নিউজ