নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ভূমি দস্যু কর্তৃক প্রকৃত গরীব অসহায় কৃষকের জমি দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকালে নীলফামারী চৌরঙ্গী স্মৃতি অম্লাণ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অসহায় কৃষক আশরাফ আলী (৫০) বলেন, আমার বাড়ি মশিউর রহমান কলেজের সাথে আমাদের পৈত্রিক জমি কানিয়াল খাতা মৌজার জে.এল নং – এস.এ – ৫৭ বি.এস-৬৫ খতিয়ান নং এস.এ -১৫৭৮, ৬১৫ ও ১৫৭২ দাগে মোট ১ একর ১০ শতক জমি আমার পিতা মৃত জফরদ্দিন মাহমুদ জিবীত থাকা অবস্থায় কিছু অংশে বাড়ি ঘর তুলে বসবাস করে ভোগদখল করে আসছিল কিন্তু আমার পিতার মৃত্যুর পর আমরা ওয়ারিশগন মৌখিক বন্টনে এজমালিভাবে ভোগ দখল করে আসছি পরে হঠাৎ করে আজিমুদ্দিন (৬৫) পিতা মৃত নেউল্লাহ মামুদ, মো.রোকন (৩৫) ও ইকো (২৮) সহ প্রায় ৮/১০ অজানা লাঠিয়াল মাস্তান বাহিনী এসে আমার পিতার রোপনকৃত একটি বড় বট গাছ কেটে নিয়ে যায় যার অনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এসময় আমিসহ সাক্ষী রঞ্জু মিয়া, রিয়াদ আলী, ওয়াহেদ আলী,সহিদুল ইসলাম ও রুবিয়া বেগম বাধা দিলে আজিমুদ্দিন ও ইকো তাদের হাতে অস্ত্র দেখিয়ে নানা রকম ভয়ভীতি দেখিয়ে বাধা প্রদান করেন এবং আমাদের পৈত্রিক সম্পত্তি অচিরে বে-দখল করার হুমকি দেন। এতে আমরা নিরুপায় হয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
আমাদের দাবি প্রশাসনের উর্দ্ধতন কৃর্তপক্ষ যেন দ্রুত বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার মধ্যে আমাদের ন্যায্য সম্পত্তিতে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোগদখল এবং বসবাস করার ব্যবস্থা গ্রহণ করে দেন। এ সময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।