২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

মানিকগঞ্জে ট্রাকচাপায় ভ্যান চালকের মৃত্যু

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকের চাপায় জোনাব আলী (৪০) নামে এক ভ্যান চালক মৃত্যু বরণ করেছেন।
সোমবার বেলা সাড়ে দিকে সদর উপজেলার মূলজান এলাকার রাজা চেয়ারম্যান বাড়ির মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি মানিকগঞ্জের সদর উপজেলার বাগজান এলাকার মৃত তাহের আলীর ছেলে ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু বলেন, খালি ভ্যানকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক জোনাব আলী।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দসহ চালক নোয়াব আলীকে আটক করা গেছে। দুর্ঘটনায় মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

               

সর্বশেষ নিউজ