৪, নভেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজ‌দিখা‌নে সামাজিক সম্প্রীতি সমা‌বেশ অনু‌ষ্ঠিত

সিরাজ‌দিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

‘কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা’ কবি সত্যেন্দ্রনাথ দত্তের এই অমর বাণীকে সামনে রেখে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে মুন্সীগঞ্জের সিরাজ‌দিখা‌নে সামাজিক সম্প্রীতি সমা‌বেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় দেশের উন্নয়নে সাম্প্রদায়িক মনোভাব পরিহার করে বিনি সুতোর মালার মতো একই বন্ধনে আবদ্ধ হয়ে সিরাজ‌দিখান উপজেলাকে একটি সাম্প্রদায়িকতামুক্ত উপজেলায় পরিণত করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

১৭ আগস্ট বৃহস্প‌তিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ব‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন বি‌পিএএ ।
উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মোঃ বেলা‌য়েত হো‌সেনের সঞ্চালনায় মুখ‌্য আ‌লোচক পু‌লিশ সুপার মুন্সীগঞ্জ মোহাম্মদ আসলাম খান ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ মাসুদুল আলম , উপজেলা পরিষদের চেয়ারম্যান ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান না‌হিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহ‌মিনা আক্তার তু‌হিন,সহকারী ক‌মিশনান(ভূ‌মি ) উ‌ম্মে হা‌বিবা ফারজানা, সিরাজ‌দিখান টঙ্গবাড়ী সা‌র্কেল মোস্তা‌ফিজুর রহমান রিফাত, সিরাজ‌দিখান থানা অফিসার ইনচার্জ মোঃ মুজা‌হিদুল ইসলাম।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংঘঠনটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত। প্রতিটা পরিবার ও প্রতিটা গ্রামের সম্প্রসারিত রূপ হলো একটি দেশ, তাই তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে।’ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে যেই ধর্মেরই মানুষ হইনা কেন আমাদের ভেতরের রক্ত কিন্তু লাল।’ তাই সাম্প্রদায়িক মনোভাব দূর করে সবাইকে একই ছাতার তলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সিরাজ‌দিখান উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

মুখ‌্য আ‌লোচক পু‌লিশ সুপার ব‌লেন, ‌হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক‌্য প‌রিষদ‌কে ব‌লেন এ‌দেশটা আপনা‌দের ।আপনা‌দের নিরাপত্তার জন‌্য আমরা সদা সর্বদা প্রস্তত ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ব‌লেন, অসাম্প্রদা‌য়িতা‌কে প্রাধান‌্য দি‌তে হ‌বে । বঙ্গবন্ধু একজন অসাম্প্রদা‌য়িক নেতা ছি‌লেন । আপনারা তাকে অনুস্বরণ করুন ।

এরপর সিরাজ‌দিখা‌নে মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন এবং শিক্ষ‌ার্থী‌দের মা‌ঝে গা‌ছের চারা বিতরণ ক‌রেন ।

               

সর্বশেষ নিউজ