খুব শিগ্রই কিছু কিছু অঞ্চলে বিডিএস রেকর্ড মানে Digital Bangladesh Survey শুরু হতে যাচ্ছে । তাই শুদ্ধভাবে রেকর্ডের জন্য এখন থেকেই যে সকল কাজগুলো করে রাখতে হবে তাহলো-
১। দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন।
২। নামজারী না থাকলে অতিদ্রুত জমির নামজারী সম্পূর্ণ করুন।
৩। খাজনা হালনাগাদ রাখুন।
৪। পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন।
৫। জমির সীমানা বা আইল নির্ধারন করে রাখুন।
৬। জমি দখলে রাখুন। বেদখল থাকিলে কোর্টে মামলা করুন ।
৭। এজমালি ও পৈত্রিক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে বন্টন নামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারী করে রাখুন।
৮। আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে।
৯। যাদের জমির দলিল/কাগজ পত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন-মানসিকতা প্রস্তুত রাখুন।
লেখক
মোহাম্মদ মোক্তার হোসেন
সম্পাদক
Crimevision.News
এরকম আরও জরুরী নিউজ পেতে উক্ত পেইজে লাইক দিয়ে রাখুন https://web.facebook.com/Crimevision2022