প্রশাসন সম্পর্কে জানা পর্ব-২
১. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
২. বিসিএস (কৃষি)
৩. বিসিএস (আনসার)
৪. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
৫. বিসিএস (সমবায়)
৬. বিসিএস (শুল্ক ও আবগারি)
৭. বিসিএস (ইকনমিক)
৮. বিসিএস (পরিবার পরিকল্পনা)
৯. বিসিএস (মৎস্য)
১০. বিসিএস (খাদ্য)
১১. বিসিএস (পররাষ্ট্র)
১২. বিসিএস (বন)
১৩. বিসিএস (সাধারণ শিক্ষা)
১৪. বিসিএস (স্বাস্থ্য)
১৫. বিসিএস (তথ্য)
১৬. বিসিএস (পশু সম্পদ)
১৭. বিসিএস (পুলিশ)
১৮. বিসিএস (ডাক)
১৯. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
২০. বিসিএস (গণপূর্ত)
২১. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২২. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৩. বিসিএস (সড়ক ও জনপথ)
২৪. বিসিএস (পরিসংখ্যান)
২৫. বিসিএস (কর)
২৬. বিসিএস (কারিগরি শিক্ষা)
২৭. বিসিএস (বাণিজ্য)
এটা বিসিএস ক্যাডার তালিকা । যারা প্রিলি, রিটেন ও ভাইভায় পাশ করে সর্বোচ্চ নম্বর নিয়ে উপরিউক্ত পদগুলো পান, তাদের বিসিএস ক্যাডার বলা হয়।
বিসিএস পরীকায় অংশ নিয়ে প্রিলি, রিটেন ও ভাইভায় পাশ করার পরও পোস্ট খালি না থাকায় যারা ক্যাডারপদ পাননা তাদের নন-ক্যাডার প্যানেলভূক্ত করা হয়। পরবর্তীতে সরকারী বিভিন্ন পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়।
ধরুন, এবছর সবমিলিয়ে ১,০০০ পদ আছে। পরীক্ষায় অংশ নিলো ৫০,০০০। প্রিলি, রিটেন ও ভাইভায় অংশ নিয়ে পাশ (পাশ মার্কস ৫০%) করলো ২৫০০ জন। তাহলে মেধাক্রমে ১,০০০ জন ক্যাডার পদ পাবেন। অবশিষ্ট ১,৫০০ জন নন-ক্যাডার প্যানেলভূক্ত হবেন।