১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

সিরাজদিখানে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও তার পরিবারের সদস্যসহ ১৫ আগষ্টের সকল শহীদদের মাগফিরাত কামনা করে ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২১ শে আগষ্ট সোমবার উপজেলার দানিয়া পাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিনের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ।

বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদীখান উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুদ লস্কর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন চোকদার, ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ ঢালী, রশুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সারোয়ার এ আলম, সাধারন সম্পাদক হারুনুর রশীদ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সেলিম লস্কর,যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াস সরদার, সিরাজদীখান থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,সাধারণ সম্পাদক রশুনিয়া ইউনিয়ন যুবলীগ রুহল আমিন বেপারী, রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারেরসহ শহীদ সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর তোবারক বিতরণ করা হয়।

               

সর্বশেষ নিউজ