২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

উপজেলা কর্মকর্তাদের মধ্যে কে কে সত্যায়িত করতে পারবেন

প্রশাসন সম্পর্কে জানা পর্ব-২
উপজেলায় প্রথম শ্রেণির সরকারি (গেজেটেড) অফিসারঃ ১। উপজেলা নির্বাহী অফিসার। ২। সহকারী কমিশনার ভূমি ৩। পশুসম্পদ অফিসার ৪। মৎস্য অফিসার ৫। কৃষি অফিসার ৬। হিসাবরক্ষন অফিসার ৭। হাসপাতালের মেডিকেল অফিসার সকল ৮। পল্লী উন্নয়ন অফিসার (সরকারী) ৯। প্রভাষক, সরকারি কলেজ সকল। তবে উপরোক্ত অফিসার ছাড়াও যারা বিসিএস গেজেটেড ক্যাডার তারা সকলেই সত্যায়িত করতে পারবেন ।
সত্যায়িত করতে পারবেন না যারাঃ ১। যুব উন্নয়ন অফিসার ২।সমাজসেবা অফিসার ৩। সমাজকল্যাণ অফিসার ৪।থানার ওসি ৫। ব্যাংক ম্যানেজার (সকল) ৬। প্রকল্প অফিসার ৭। সাব রেজিস্ট্রার ৮। প্রভাষক / প্রিন্সিপাল (বেসরকারি কলেজ দলিল) তবে সত্যায়িত করতে পারবেন ।
সত্যায়িত করতে কোন টাকা লাগে না। তবে ফটোকপির সাথে মূল কপি দেখাতে হবে। ফটো সত্যায়িত করার ক্ষেত্রে ব্যক্তি উপস্থিত থাকতে হবে।প্রথম শ্রেণির গেজেটেড অফিসার-ই কেবলমাত্র চারিত্রিক সনদপত্র দিতে পারে।
লেখক
মোহাম্মদ মোক্তার হোসেন
সম্পাদক
crimevision.news

নিউজটি ভাল লাগলে শেয়ার দিন এবং আমাদের পেইজে লাইক দেয়ার অনুরোধ রইল ।

               

সর্বশেষ নিউজ