মোঃ জাফর মিয়া,মুন্সিগঞ্জ ঃ
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসউজ্জামান আনিস বলেছেন, যারা জাতির পিতাকে পরিবারসহ হত্যা করেছে তারাই ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার মাধ্যমে আমাদের নেতৃত্বশুন্য করতে চেয়েছে তাদের সাথে কখনো আপোষ হবে না। এ সময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
বুধবার দুপুরে সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা গ্রামে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনির সেকের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মাদবরের আয়োজনে শোক সভায়
আরো বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও যুবলীগ নেতা হাজী জালালউদ্দিন রুমি রাজন,রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বেপারি, সিনিয়র সহসভাপতি আলী আকবর মাদবর, ওয়ার্ড সভাপতি ইসমাইল ভুইয়া,
রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফুলন কাজী, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, হযরত আলী লিটন, মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলান, সাধারণ সম্পাদক কমিশনার আনোয়ার হোসেন মন্ডল, শহর যুবলীগ নেতা আব্দুল আল মামুন, শহর ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান দিপু,রামপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদ কবির সোহেল সাধারণ সম্পাদক আলমগীর শেখ, আনিস শেখ, শামিম বেপারী, শামিম হাসান। রামপাল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল আউয়াল জিতু,সাধারণ সম্পাদক প্রান্ত শেখ। রামপাল ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি পায়েল ফরাজি সাধারণ সম্পাদক লিয়ন, সাংগঠনিক সম্পাদক আদর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, থানা ছাত্রলীগের সহ সম্পাদক জয় মাদবর সহ সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভা শেষে ১৫ ই আগস্টে নিহাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের শহীদদের ও একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত শহীদদের রুহের মাগফের কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় দুস্থ শ্রমজীবী ও কর্মজীবী মানুষ সহ সর্ব স্থলে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।