২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রস্তুতি সভা ও কেন্দ্রীয় পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক :
সিরাজদিখানের ইছাপুরায় আগামি ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ প্রস্তুতি সভা ও কেন্দ্রীয় পরিষদ গঠন হবে। ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের সম্মানিত সদস্য লুৎফর রহমান সোহেলের পরিচালনায় বন্ধন তরুণ সংঘ কার্যালয়ে এ পরিষদ ঘোষণা করা হবে। ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান রিফাত, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সামছুল হক হাওলাদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশনের নারী বিষয়ক প্রধান উপদেষ্টা সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর সন্তান আজমা চৌধুরী, নারী উদ্দোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা প্রমুখ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন, অগ্নিবীণা ললিতকলা একাডেমির পরিচালক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ইজাজ খান, বন্ধন তরুণ সংঘের সাধারণ সম্পাদক আমির হোসসেন ঢালী, আলোর পথে মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী হৃদয়, বক্তাবলি পরগনা রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মহিউদ্দিন, রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুরের সহকারি পরিচালক মুহিত ইসলাম, টঙ্গীবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি নাজমুল বিন হাবিব, ইয়ুথ মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ, সিরাজদিখান যুব ফাউন্ডেশনের সভাপতি ইয়ামিন আয়মান প্রমুখ।

               

সর্বশেষ নিউজ