মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেনের পর এবার পদ্মা সেতু পাড়ি দিলো মালবাহী ট্রেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় ভাঙ্গা রেলস্টেশন থেকে প্রায় ৩০০ টন পাথর নিয়ে ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশে রওনা করে মালবাহী ট্রেনটি।
পরে পৌনে দশটায় মাওয়া থেকে ৮০ কি. মি. বেগে আবার ভাঙ্গা স্টেশনে এসে পৌঁছায়।
রেল প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবার ও আগামীকাল রোববার মোট আটবার পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেনটি চলাচল করবে।
আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে।